আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের হেড কোচের পদ থেকে গ্যারি কার্স্টেন ইস্তফা দিতেই চারিদিকে সমালোচনার ঝড়। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু করেছেন। এখন পাকিস্তানের হেড কোচ করা হয়েছে জেসন গিলেসপিকে। যিনি কার্স্টেনের সহকারী ছিলেন। প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা বলেছেন, ‘গ্যারির ইস্তফায় পাক ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়ল। এর ফলে আগামীতে বিদেশি কোচ পাওয়ার ক্ষেত্রে পিসিবি সমস্যায় পড়বে। কার্স্টেনের ইস্তফা কেউ ভাল চোখে নেয়নি।’ এরপরই রামিজ রাজার সংযোজন, ‘যখন কোনও বিদেশি কোচকে দায়িত্ব দেওয়া হয়, তখন বুঝিয়ে দিতে হয় তার থেকে কী চাওয়া হচ্ছে। পিসিবি সেটা করতেই পারেনি গ্যারির ক্ষেত্রে। তাই সে ইস্তফা দিয়ে চলে গেছে।’ পাকিস্তানের প্রাক্তন বোর্ড প্রধান রাজা আরও বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের যা অবস্থা তাতে অভিজ্ঞ কোচ দরকার। কার্স্টেন এভাবে চলে যাওয়ায় পিসিবিই কিন্তু সমস্যায় পড়ল।’
এটা ঘটনা, পাক ক্রিকেটে ডামাডোল অব্যাহত। বাবরের জায়গায় সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হয়েছেন মহম্মদ রিজওয়ান। অ্যাওয়ে সিরিজে তাঁর ডেপুটি থাকবেন সালাম আলি আঘা। প্রসঙ্গত, রিজওয়ানকে অধিনায়ক ঘোষণা করার পরপরই পিসিবি জানায়, কার্স্টেন ইস্তফা দিয়েছেন। এটাই আরও খারাপ উদাহরণ হয়ে গেল। মাত্র ছয় মাসের জন্য দায়িত্বে ছিলেন তিনি। সবচেয়ে বড় কথা, এই ছয় মাসে পাকিস্তান একটিও ওয়ানডে খেলেনি। যে ঘরানায় ভারতকে বিশ্বজয়ী করেছিলেন কার্স্টেন।
