আজকাল ওয়েবডেস্ক:‌ আফগানিস্তানের কাছে হারের পর বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা সমালোচনায় সোচ্চার। প্রাক্তন পাক পেসার আকিব জাভেদ তো বলেই দিয়েছেন, বাবরকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‌ভবিষ্যতের দিকে তাকিয়ে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা উচিত। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাবর ব্যর্থ।’‌ মিসবা উল হকও বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়াসিম আক্রাম আবার বলেছেন, ‘‌আফগান ম্যাচে পাক ক্রিকেটারদের ফিল্ডিং এবং বডি ল্যাঙ্গুয়েজ একদমই ঠিকঠাক ছিল না। ২৮২ রানটা ছোট নয়। সেই রান ডিফেন্ড করতে পারল না। বোলিং সাদামাটা। ফিল্ডিং তো জঘন্য।’‌ আক্রাম আরও জানিয়েছেন, ‘‌গত এক বছরে পাক ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়নি। আধুনিক ক্রিকেটে ১০০ শতাংশ ফিট না হলে কিচ্ছু করার নেই। পাক ক্রিকেটাররা ভাল ভাল খাবার খেতেই ব্যস্ত।’‌ বাবরের ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার আবদুর রাজ্জাক।