আজকাল ওয়েবডেস্ক: পার্থ টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান মাত্র ৫১। পড়ে গিয়েছে চার উইকেট। একে একে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সোয়াল (০), দেবদত্ত পাডিক্কাল (০), বিরাট কোহলি (৫) ও লোকেশ রাহুল (২৬)।
পার্থের গতিময় উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বুমরা। কিন্তু সেই সিদ্ধান্ত হয়ে গেল বুমেরাং। শুক্রবার শুরুতেই স্টার্কের বলে ফেরেন যশস্বী। তারপর হ্যাজলেউডের শিকার কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা দেবদত্ত পাডিক্কাল (০)। বিরাট কোহলি ফের ব্যর্থ। ঘরের মাঠে কিউয়ি সিরিজ থেকে রানে নেই ভারতীয় ব্যাটার। এদিন মাত্র ৫ রান করে ফিরলেন হ্যাজলেউডের বলে। লোকেশ রাহুল ভালই খেলছিলেন। তিনটি চারও মেরেছিলেন। কিন্তু ২৬ রান করেই আউট হয়ে গেলেন মিচেল স্টার্কের বলে। উইকেটে রয়েছেন ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েল।
ভারতের প্রথম একাদশে ছিল চমক। স্পিনার হিসেবে অশ্বিন বা জাদেজা নন, প্রথম একাদশে জায়গা পেলেন ওয়াশিংটন সুন্দর। আর অভিষেক হল নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার। পার্থ টেস্টে ভারত খেলছে চার পেসার ও এক স্পিনারে।
এদিকে অস্ট্রেলিয়া দলে অভিষেক হল ন্যাথান ম্যাকসোয়ানির। যা পরিস্থিতি পন্থ ও জুড়েল রুখে না দাঁড়ালে ভারত তুমুল বিপর্য়ের সম্মুখীন হবে।
