আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টেও ভারতের প্রথম একাদশ নিয়ে উঠেছে প্রশ্ন। লিডস টেস্টের পর এজবাস্টন টেস্টের প্রথম একাদশে তিন বদল করেছে ভারত। তা কতটা কাজে লাগল তা ম্যাচ শেষে বোঝা যাবে। তবে দল নির্বাচনে যে কোনও গলদ নেই তা জানিয়ে দিয়েছেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়েসওয়াল।
এমনিতেই বুমরাকে বিশ্রাম দেওয়া ও কুলদীপকে প্রথম একাদশে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে যশস্বীর দাবি, দলের ভাল ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। বুমরাকে না খেলানোর সিদ্ধান্ত ঠিক না ভুল, তা নিয়ে সরাসরি কোনও মতামত দেননি যশস্বী। এই সিদ্ধান্তের বিরোধিতাও যেমন করেননি, তেমনই এর সমর্থনেও কথা বলতে শোনা যায়নি যশস্বীকে। তবে তরুণ ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত ব্যাট করছে অধিনায়ক। অধিনায়ক হিসাবেও দুর্দান্ত। আমার ধারণা, এই দলটাকে নিয়ে কী করতে চায় সেটা ও ভালই জানে। আমরা কী করতে পারি সেটা নিয়েও ওর স্পষ্ট ধারণা রয়েছে। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।’
বুধবার ৮৭ রান করে আউট হন যশস্বী। হাতছাড়া হল একটি শতরান। যশস্বী বলছেন, ‘একটা আফশোস তো থাকেই। তবে এটা খেলারই অংশ। ভুল থেকে শিক্ষা নিতে হবে। খেলাটাকে যত বেশি সম্ভব উপভোগ করতে হবে। কারণ ক্রিকেট একটা সুন্দর খেলা।’ তবে অধৈর্য হয়ে যাওয়াতেই তিনি আউট হলেন বলে মনে করছেন। তাঁর কথায়, ‘বেশ কিছুক্ষণ ধরে স্ট্রাইক পাচ্ছিলাম না। আউট হওয়ার আগের ছ’ওভারে বোধহয় ১০টার মতো বল খেলার সুযোগ পেয়েছিলাম। তাড়াহুড়ো করতে গিয়েই আউটটা হলাম। এই বিষয়টা শুধরে নিতে হবে।’
