আজকাল ওয়েবডেস্ক: সরকার সমর্থিত পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম যাকে ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট নামেও ডাকা হয়। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও নিরাপদ সঞ্চয় প্রকল্প। এই স্কিমে বিনিয়োগকারীরা নির্দিষ্ট ও নিশ্চিত রিটার্ন পান, অর্থাৎ বাজারের ওঠানামায় বিনিয়োগের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। বর্তমানে এই স্কিমের বার্ষিক সুদের হার ৭.৪০ শতাংশ, যা সরকার প্রতি ত্রৈমাসিকে পর্যালোচনা করে নির্ধারণ করে।


এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে আপনাকে ভারতের নাগরিক এবং ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। এটি এককালীন বিনিয়োগভিত্তিক প্রকল্প, যেখানে আপনি একবার টাকা জমা করে মাসিক আয়ের সুবিধা পেতে পারেন।


বিনিয়োগের সীমা
আপনি মাত্র ১০০ টাকা জমা দিয়ে একটি POMIS অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এরপর ১,০০০-এর গুণিতকে অর্থ বিনিয়োগ করতে পারবেন। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগের সীমা ৯ লক্ষ, অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ ৯ লক্ষ পর্যন্ত এই স্কিমে রাখতে পারেন।


যদি আপনি যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগ করেন, তাহলে বিনিয়োগের সর্বাধিক সীমা বেড়ে দাঁড়ায় ১৫ লক্ষ। অর্থাৎ, দম্পতি বা পরিবারের দুই সদস্য মিলে এই স্কিমে মোট ১৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।


সুদের হার ও মেয়াদ
বর্তমানে POMIS স্কিমে বার্ষিক ৭.৪০% সুদ দেওয়া হয়। সুদ প্রদান করা হয় প্রতি মাসে, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলে প্রথম সুদ প্রদান শুরু হয় এবং তা চলতে থাকে সম্পূর্ণ মেয়াদ (সাধারণত ৫ বছর) জুড়ে।


কর ও নমিনেশন সুবিধা
এই স্কিমে আয় করযোগ্য, অর্থাৎ আপনার প্রাপ্ত মাসিক সুদের উপর আয়কর প্রযোজ্য হবে। তবে, আপনি চাইলে অ্যাকাউন্টে নমিনি রাখতে পারেন—যাতে আপনার মৃত্যুর পর মনোনীত ব্যক্তি বিনিয়োগের অর্থ ও সুদ পেতে পারেন।


কত বিনিয়োগে মাসে ৯,২৫০ আয়?
যদি আপনি ও আপনার স্ত্রী মিলে ১৫ লক্ষ যৌথভাবে এই স্কিমে বিনিয়োগ করেন, তবে ৭.৪০% বার্ষিক সুদের হারে আপনারা বছরে ১,১১,০০০ রিটার্ন পাবেন। অর্থাৎ প্রতি মাসে পাবেন প্রায় ৯,২৫০। এই অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যা একধরনের নিরবচ্ছিন্ন মাসিক আয় হিসেবে কাজ করে। এই কারণে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহিণী, বা নিরাপদ আয়ের সন্ধানীরা এই স্কিমে বিনিয়োগ করেন, কারণ এটি কম ঝুঁকিতে স্থিতিশীল আয়ের নিশ্চয়তা দেয়।


কেন POMIS আকর্ষণীয়?
গ্যারান্টিড রিটার্ন: বাজারের অস্থিরতা বা সুদের হার পরিবর্তনের প্রভাব পড়ে না।
নিয়মিত মাসিক আয়: প্রতি মাসে নির্দিষ্ট আয়ের উৎস তৈরি হয়।
নমিনি সুবিধা: বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে।
সহজ অ্যাকাউন্ট খোলা: যে কোনো পোস্ট অফিস থেকে অ্যাকাউন্ট খোলা যায়।


সীমাবদ্ধতা
আগেভাগে টাকা তুললে জরিমানা প্রযোজ্য।
সুদের উপর কর দিতে হয়।
মেয়াদ পূর্ণ হলে মূলধন তুলতে হয় বা নতুন করে পুনঃবিনিয়োগ করতে হয়।


সব মিলিয়ে, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এমন একটি নির্ভরযোগ্য বিকল্প, যা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যারা ঝুঁকিহীন আয় চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সেরা সরকারি সঞ্চয় প্রকল্প।