আজকাল ওয়েবডেস্ক: ফের আইপিএলে ফিরলেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন তিনি।
২০২৪ টি২০ বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছাড়েন দ্রাবিড়। তারপর থেকেই জল্পনা চলছিল, তিনি আইপিএলে ফিরতে চলেছেন। কিন্তু কোন দলের দায়িত্বে তাঁকে দেখা যাবে, তা স্পষ্ট ছিল না। সূত্রের খবর, দ্রাবিড় কোচ হয়েছেন রাজস্থানের। আর সহকারী কোচ হয়েছেন বিক্রম রাঠোর। যিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ ছিলেন। আর কুমার সাঙ্গাকারা ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে রয়ে গেলেন।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, দ্রাবিড়ের সঙ্গে রাজস্থান রয়্যালসের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। সূত্রের খবর, মেগা নিলামের আগেই চুক্তি সম্পন্ন হয়েছে।
এর আগে রাজস্থান রয়্যালসে দু’বছর খেলেছেন দ্রাবিড়। সেটা ২০১২ ও ১৩ সাল। আর টিম ডিরেক্টর ও মেন্টর ছিলেন ২০১৪ ও ১৫ সালে। ২০১৬ সালে তিনি দিল্লি ডেয়ারডেভিলস (দিল্লি ক্যাপিটালস) এর দায়িত্বে ছিলেন। তারপর ২০১৯ সাল অবধি ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। এরপর ২০২১ সালে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। এবার আবার আইপিএলে দেখা যাবে দ্রাবিড়কে। প্রসঙ্গত এই রাজস্থান প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল।
