আজকাল ওয়েবডেস্ক: নেতা রোহিতের প্রশংসায় পঞ্চমুখ গৌতম গম্ভীর। ইংল্যান্ডকে হারিয়ে ভারত কার্যত পৌঁছে গেছে সেমিফাইনালে। রান পাচ্ছেন রোহিত, বিরাট। বোলাররা ছন্দে। এই পরিস্থিতিতে নেতা রোহিতের ঢালাও প্রশংসা করলেন গৌতম গম্ভীর। তিনি বলে দিলেন, ‘একজন নেতাকে সামনে থেকে উদাহরণ তৈরি করতে হয়। বোঝাতে হয় কি চাইছে সে। আর রোহিত নিজে পারফর্ম করে দলের বাকিদের সেই বার্তাই দিচ্ছে। একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। যে কাজটা তোমার হয়ে কেউ করে দেবে না। তোমাকেই করতে হবে।’ এরপরই গম্ভীরের সংযোজন, ‘রোহিত নিজের দায়িত্ব দারুণভাবে পালন করছে। বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় কত নম্বরে থাকল, তার চেয়েও বড় কথা, ১৯ নভেম্বর বিশ্বকাপটা জিততে পারলাম কিনা। নিজের শতরান না বিশ্বকাপ জয়–এটা রোহিত বুঝে গেছে। তাই স্বার্থহীন ভাবে খেলে চলেছে। রোহিতের থেকে এই খেলাটাই বিশ্বকাপে আরও চাইছি।’
