আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর এরপরই ইউরোর সেরা একাদশ বেছে নিয়েছে উয়েফা। সেরা একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন, কিলিয়ান এমবাপে কিংবা জুড বেলিংহ্যামদের। চ্যাম্পিয়ন স্পেনের ছ’‌জন জায়গা পেয়েছেন প্রথম একাদশে। ফ্রান্সের দুজন, ইংল্যান্ডের একজন, জার্মানির একজন ও সুইজারল্যান্ডের একজন জায়গা পেয়েছেন। 



প্রসঙ্গত, এবার ব্যালন ডি’‌অর এর লড়াইয়ে আছেন এমবাপে। তবে নাকে চোটের জন্য এবার ইউরোয় প্রত্যাশিত ছন্দে খেলতে পারেননি তিনি। তাই জায়গা হয়নি সেরা একাদশে। বেলিংহ্যাম সাড়া জাগালেও জায়গা করে নিতে ব্যর্থ। এবারের ইউরোয় ২৪টি দল অংশ নিলেও উয়েফার টেকনিকাল পর্যবেক্ষক দলের নির্বাচিত একাদশে জায়গা পেয়েছে ৫টি দেশের ফুটবলাররা। জায়গা করে নিয়েছেন স্পেনের বিস্ময় বালক ইয়ামাল। 


সেরা একাদশ এরকম:‌ মাইক মাইগনান (‌ফ্রান্স)‌, মার্ক কুকুরেল্লা (‌স্পেন)‌, উইলিয়াম সালিবা (‌ফ্রান্স)‌, ম্যানুয়েল আকাঞ্জি (‌সুইজারল্যান্ড)‌, কাইল ওয়াকার (‌ইংল্যান্ড)‌, ফাবিয়ান রুইজ (‌স্পেন)‌, দানি ওলমো (‌স্পেন)‌, রদ্রি (‌স্পেন)‌, নিকো উইলিয়ামস (‌স্পেন)‌, জামাল মুসিয়ালা (‌জার্মানি)‌, লামিনে ইয়ামাল (‌স্পেন)‌।