আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকের আগে চেনা ছন্দে নীরজ চোপড়া। অলিম্পিকের একমাস আগে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। বৃহস্পতিবার ফিনল্যান্ডের টুরকুতে পাভো নুরমি গেমসে সোনা জিতলেন। আট জন প্রতিযোগীর মধ্যে চোপড়া সর্বোচ্চ ৮৫.৯৭ মিটার ছুঁড়লেন। প্রসঙ্গত, রিও অলিম্পিকে সোনা জয়ের পর দোহায় ডায়মন্ড লিগে রুপো এবং ভারতে ফেডারেশন কাপে সোনা পেয়েছিলেন তিনি। গতবার চোটের কারণে পাভো নুরমি গেমসে অংশ নিতে পারেননি নীরজ। এবার সোনা এল তাঁর ঝুলিতে। আর এক মাস বাদেই প্যারিসে বসবে অলিম্পিকের আসর। তার আগে শেষবার নিজেকে ঝালিয়ে নিলেন নীরজ। দ্বিতীয় স্থানে শেষ করেন ফিনল্যান্ডের টনি কেরানেন। তৃতীয় হন ফিনল্যান্ডের ওলিভের হেলান্ডার।
