আজকাল ওয়েবডেস্ক: নীরজ চোপড়া ক্লাসিক হবে ৫ জুলাই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে।
২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল নীরজ চোপড়া ক্লাসিক। কিন্তু ভারত–পাক সংঘর্ষের আবহে টুর্নামেন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ। তবে এখন জানা গিয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এ ক্যাটাগরির এই ইভেন্টটি জুলাইয়ে শুরু হতে চলেছে।
৫ জুলাই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এনসি ক্লাসিক। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা একদিনের এই ইভেন্টটিতে অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে হরিয়ানার পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে প্রতিযোগিতাটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম।
বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই ইভেন্টে গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স থাকতে পারেন। তিনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে ব্রোঞ্জ পদকও রয়েছে তাঁর। তাছাড়াও অংশ নিতে পারেন রোহিত যাদবের মতো জ্যাভলিন থ্রোয়ারও। সূত্রের খবর, তিন চারজন ভারতীয় অ্যাথলিট এই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখানেই শেষ নয়, প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নেবেন। থাকবেন অলিম্পিক পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও। আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও এই ইভেন্টে অংশ নেবেন বলে খবর। যদিও পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম এই টুর্নামেন্টে খেলতে আসছেন না।
