আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিলে মাথায় হাত পর্যটকদের। রেল সূত্রে জানা গেছে, রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে। ফলে ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গগামী ৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া–গয়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বাতিল হয়েছে ১৪টি মেমু। এছাড়া ২০টি দূরপাল্লার ট্রেন ব্যান্ডেল–কাটোয়া–নিউ ফরাক্কা রুটে চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে পর্যটকদের কথা ভেবে অতিরিক্ত বাস চালাচ্ছে উত্তরবঙ্গ পরিবহন নিগম। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি অতিরিক্ত বাস চলবে। আবার শিলিগুড়ি থেকেও কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস চালানো হবে। উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, নন এসি বাস চালানো হবে এবং প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।