আজকাল ওয়েবডেস্ক: শটপাট খেলোয়াড়ের রহস্যমৃত্যু। জানা গেছে, ভোপালের টিটি নগর থানা এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন শটপাট খেলোয়াড় অমিত বর্মা। সেখানেই একটি স্টেডিয়ামে অনুশীলন করতেন তিনি। রবিবার বিকেল থেকে বেশ কয়েক বার তাঁকে তাঁর বন্ধুরা ফোন করেন। সাড়া না পেয়ে রাত ৮টা নাগাদ তাঁর ফ্ল্যাটে যান তাঁরা। ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল। অনেক বার বেল বাজিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে অমিতের দেহ দেখতে পান তাঁরা।
এই ঘটনার পরে টিটি নগর থানায় ফোন করেন অমিতের এক বন্ধু। থানার দায়িত্বে থাকা সুনীল সিং ভাদোরিয়া জানান, তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা অমিতকে মৃত ঘোষণা করেন। তার পর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ভাদোরিয়া আরও জানিয়েছেন, ঘরের ভিতর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে ছিল বন্ধ। তাই মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
