আজকাল ওয়েবডেস্ক: আনন্দপুরের এক অভিজাত আবাসন থেকে মরণঝাঁপ মহিলার। জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনন্দপুরের এক অভিজাত আবাসনের সামনে থেকে উদ্ধার হয় সুমনা পাল (৫০)–এর রক্তাক্ত দেহ। আবাসনে স্বামী রুদ্রপ্রসাদ বিশ্বাসের সঙ্গে থাকতেন তিনি। সূত্রের খবর, আবাসনের ৩৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। উদ্ধার হয়েছে সুইসাইড নোট।
