আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মাকে বিরল সম্মান দিচ্ছে মুম্বই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ের একটি স্ট্যান্ড ভারত অধিনায়কের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শুধু রোহিত নন, আরও দুটি স্ট্যান্ডেরও নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হবে অজিত ওয়াদেকারের নামে। অন্যটি হবে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ারের নামে।


মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের সদস্য মিলিন্ড নারভেকার এই প্রস্তাব দেন। যা গৃহীত হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‌বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।’‌ 


জানা গেছে ওয়াংখেড়ের গ্র‌্যান্ড স্ট্যান্ড লেভেল থ্রি নামকরণ করা হবে শরদ পাওয়ারের নামে। গ্র‌্যান্ড স্ট্যান্ড লেভেল ফোর এর নামকরণ হবে অজিত ওয়াদেকারের নামে। আর দিবচা প্যাভিলিয়ন লেভেল থ্রি নামকরণ হবে রোহিত শর্মার নামে।


তরুণ ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যে যে তহবিল রয়েছে, সেখানে টাকার পরিমাণ বাড়িয়ে ৭৫ কোটি টাকা করা হবে। আগামী বছরগুলিতে তা ১০০ কোটিতে নিয়ে যাওয়া হবে।


এটা ঘটনা ওয়াংখেড়েতে ইতিমধ্যেই শচীন তেন্ডুলকার, সুনীল গাভাসকার, বিজয় মার্চেন্ট, দিলীপ বেঙ্গসরকারদের নামে স্ট্যান্ড রয়েছে। এবার রোহিতের নামেও হতে চলেছে স্ট্যান্ড।