আজকাল ওয়েবডেস্ক: পরের আইপিএলে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? কোটি টাকার প্রশ্ন। গত বুধবার ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বোর্ড। একাধিক বিষয় নিয়ে হয়েছে আলোচনা। তার মধ্যে রয়েছে মেগা নিলাম, ইমপ্যাক্ট প্লেয়ার, এমনকী প্লেয়ার রিটেনশনও। একাধিক মত উঠে এলেও চূড়ান্ত কিছু হয়নি। এই পরিস্থিতিতে ধোনি বলেছেন, ‘এখনও পরবর্তী আইপিএল নিয়ে ভাবার সময় আসেনি। ক্রিকেটার রিটেনশন নিয়ে কী সিদ্ধান্ত হয় দেখা যাক। বল এখন আমাদের কোর্টে নয়। তাই সব কিছু চূড়ান্ত হলেই নিজের সিদ্ধান্ত জানাব। তবে অবশ্যই তা দলের কথা ভেবে।’
গতবার চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ধোনি ছিলেন পার্শ্বনেতার চরিত্রে। দল শেষ করেছিল পঞ্চম স্থানে। প্লে–অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই। তারপর থেকেই ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ধোনি এসব বিষয়ে নির্বিকার। আইপিএলের গভর্নিং কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে, ধোনি তা মেনে নেবেন বলে জানিয়েছেন হায়দরাবাদে একটি ইভেন্টে এসে।
প্রসঙ্গত, ধোনির নেতৃত্বে ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ধোনিই নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে দিলেন বড় আপডেট।
গতবার চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ধোনি ছিলেন পার্শ্বনেতার চরিত্রে। দল শেষ করেছিল পঞ্চম স্থানে। প্লে–অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই। তারপর থেকেই ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ধোনি এসব বিষয়ে নির্বিকার। আইপিএলের গভর্নিং কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে, ধোনি তা মেনে নেবেন বলে জানিয়েছেন হায়দরাবাদে একটি ইভেন্টে এসে।
প্রসঙ্গত, ধোনির নেতৃত্বে ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ধোনিই নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে দিলেন বড় আপডেট।
