আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন খেলেছেন একসঙ্গে। সাফল্যের সঙ্গী হয়েছেন। হতাশাও গ্রাস করেছে কখনও কখনও। সেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক কেমন? এতদিনে মুখ খুললেন দেশের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি হায়দরাবাদে এক ইভেন্টে এসে এই বিষয়ে মুখ খোলেন ধোনি। জানান, ‘আমরা দু’জনে একসঙ্গে দীর্ঘদিন ভারতীয় দলে খেলেছি। বিরাট এখনও খেলছে। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা বিরাট। ওর সঙ্গে বহুবার ব্যাট করেছি। মিডল ওভারেই বেশিটা। আমরা দু’জনেই মিডল ওভারে প্রচুর দুই বা তিন রান নিতাম। সঙ্গে মজা করতাম। খেলা ছাড়ার পর খুব বেশি দেখা হয়ত বিরাটের সঙ্গে হয় না। কিন্তু যখনই হয়, আমরা বাকিদের থেকে আলাদা হয়ে যাই। বেশ কিছুক্ষণ কথা বলি। নানা বিষয়ে কথা হয়। এটাই বিরাটের সঙ্গে আমার সম্পর্ক।’
সম্প্রতি দেশের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেছেন বিরাট। ফাইনালে ৭৬ করেছিলেন। এখন খেলছেন শ্রীলঙ্কা সিরিজ। আর ২০২৪ আইপিএলে ১১ ম্যাচে ১৬১ রান করেছিলেন ধোনি। সর্বোচ্চ ছিল অপরাজিত ৩৭। মেরেছিলেন ১৪টি চার ও ১৩টি ছয়। গড় ছিল ৫৩.৬৬। আর স্ট্রাইক রেট ২২০.৫৪। যদিও ধোনির চেন্নাই ও বিরাটের আরসিবি প্লেঅফে যেতে পারেনি। পরের আইপিএলে ধোনিকে দেখা যাবে কিনা সেটাও স্পষ্ট নয়। তিনি এখনও চূড়ান্ত কিছু জানাননি।
সম্প্রতি দেশের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেছেন বিরাট। ফাইনালে ৭৬ করেছিলেন। এখন খেলছেন শ্রীলঙ্কা সিরিজ। আর ২০২৪ আইপিএলে ১১ ম্যাচে ১৬১ রান করেছিলেন ধোনি। সর্বোচ্চ ছিল অপরাজিত ৩৭। মেরেছিলেন ১৪টি চার ও ১৩টি ছয়। গড় ছিল ৫৩.৬৬। আর স্ট্রাইক রেট ২২০.৫৪। যদিও ধোনির চেন্নাই ও বিরাটের আরসিবি প্লেঅফে যেতে পারেনি। পরের আইপিএলে ধোনিকে দেখা যাবে কিনা সেটাও স্পষ্ট নয়। তিনি এখনও চূড়ান্ত কিছু জানাননি।
