আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। থাকবে শুষ্ক আবহাওয়া। জানাল হাওয়া অফিস। তবে পাহাড়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা।


হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে। 


এদিকে, শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। 


শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি।


হাওয়া অফিস জানিয়েছে, বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকায় কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সকালের দিকে কুয়াশার দেখা মিলতে পারে। তবে শীত কবে পড়বে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস।