আজকাল ওয়েবডেস্ক:‌ হজে গিয়ে তাপপ্রবাহের বলি হলেন ৫৫০–র বেশি পুণ্যার্থী। মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের বাসিন্দা। জানা গেছে, এক জন শুধু অতিরিক্ত ভিড়ের বলি হয়েছেন। বাকিদের মৃত্যুর কারণ তীব্র গরমজনিত নানাবিধ শারীরিক সমস্যা।
মৃতদের মধ্যে ৬০ জন জর্ডনের বাসিন্দা বলে জানা গেছে। আর সব দেশের নাগরিক মিলিয়ে মৃতের সংখ্যাটা আপাতত ৫৭৭। ইতিমধ্যেই মক্কার সর্ববৃহৎ মর্গে ৫৫০ মৃতদেহ পড়ে রয়েছে। প্রসঙ্গত, চলতি মাসেই হজযাত্রা শুরু হয়েছিল। আর সৌদি আরবে তাপমাত্রা ৫০ ডিগ্রির ওপরে ঘোরাফেরা করছে। সোমবারই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১.‌৮ ডিগ্রি সেলসিয়াস।