খাতায় কলমে তিনি এখন ‘প্রবীণ নাগরিক’। কিন্তু কথাতেই তো আছে, বয়স তো কেবল সংখ্যা মাত্র! আর শাহরুখ খান যেন প্রতি মুহূর্ত সেই কথাই মনে করিয়ে দেন। গত ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন। প্রতি বছরের মতোই অগণিত ভক্তরা ভিড় জমিয়েছিলেন তাঁর বাড়ির সামনে। ‘বাজিগর’ও বাড়ির ছাদে এসে দেখা দেন সকলকে, হাত নাড়েন ভক্তদের উদ্দেশ্যে। শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। এই বিশেষ দিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শাহরুখ খানকে ‘ভাই’ ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা না জানালে হয়? এক্সে মমতা লেখেন, 'আমার ভাই শাহরুখকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি তোমার গুণ এবং ক্যারিশমা দিয়ে ভারতীয় ছবিকে আরও সমৃদ্ধ করো।'
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর টুইটের জবাব দিলেন শাহরুখ। ‘দিদি’কে আশ্বাস দেন যে তিনি শীঘ্রই কলকাতায় আসবেন। ‘কিং’ এদিন তাঁর টুইটে লেখেন, 'শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ মমতা দি। আপনাকেও অনেক শুভেচ্ছা। শীঘ্রই কলকাতায় আসব।'
প্রসঙ্গত শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। ফলে আইপিএলের মরশুমে কলকাতায় তাঁর আসা যাওয়া যেমন লেগেই থাকে, তেমনই ছবির প্রচারেও আসেন সিটি অফ জয়ে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও একাধিকবার উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। যদিও আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে চলা ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অতিথি হিসেবে তিনি হয়তো উপস্থিত থাকছেন না গত বছরের মতোই। ফলে সবটা মিলিয়েই এই শহর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে বেশ নিবিড় সেটা বলাই যায়।
শাহরুখ খান অভিনীত ছবি ‘কিং’ আগামী বছর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার দেওয়ার পর আবারও চমক নিয়ে তিনি ২০২৬ সালে আসছেন। মুক্তি পেতে চলেছে তাঁর ‘কিং’। তাঁর জন্মদিনের আবহেই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। আর সেখানেই তাঁর লুক নজর কেড়েছে। যদিও বিতর্কও তৈরি হয়েছে, তিনি নাকি ব্র্যাড পিটের লুক নকল করেছেন এই ছবিতে। তবে এসবে পাত্তা দিতে নারাজ তাঁর ভক্তকূল। আপাতত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে এই ছবি তার জন্য। ‘কিং’ ছবিতে শাহরুখ খান ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্ত, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রাঘব জুয়াল, আরশাদ ওয়ার্সি, প্রমুখ। সিদ্ধার্থ আনন্দ এই ছবির পরিচালনা করেছেন।
