আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি মহম্মদ সিরাজ। ম্যাচ শেষে বলে গেলেন মাত্র কয়েকটি শব্দ। একেবারে সঠিক লক্ষ্যে বল করে যাচ্ছিলেন। আর বিশ্বাস রেখেছিলেন নিজের উপর। সেই বিশ্বাসের মন্ত্রে ভর করেই ওভাল টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সিরাজ দেখালেন, তাঁর ফোনের ওয়ালপেপারেও লেখা রয়েছে ‘বিলিভ।’


ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানকারী হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন সিরাজ। ব্রুক তখন ব্যাট করছিলেন ১৯ রানে। কিন্তু ক্যাচ ছাড়ার প্রায়শ্চিত্ত যজ্ঞে শামিল হন নিজেই। ম্যাচ যখন প্রায় হাতছাড়া, তখন ব্রুকের উইকেট তুলে নেন সিরাজ। চতুর্থ দিনের শেষে সিরাজের আগ্রাসন সঞ্চারিত হয় গোটা ভারতীয় দলের মধ্যে। পরপর উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। ম্যাচ জয়ের ক্ষীণ আশা জিইয়ে রেখে রবিবার মাঠ ছাড়েন শুভমান গিলরা।


পঞ্চম দিন মাঠে নামার আগে ভারতীয় দলের সামনে লক্ষ্য ছিল খুব সহজ। চারটে উইকেট তুলতে হবে। তাই নিজেকে তাতাতে এক অভিনব উপায় বের করেন সিরাজ। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন, তাই ‘বিলিভ’ লেখা একটি ছবি গুগল করেন। সার্চ করতেই মেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি, যার সঙ্গে লেখা ‘বিলিভ’। উল্লেখ্য, সিরাজ নিজেও সিআর সেভেনের বিরাট ভক্ত। উইকেট নিয়ে একাধিকবার রোনাল্ডোর আদলে তিনি সেলিব্রেশনে মেতে ওঠেন।


দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর সিরাজ বলেন, ‘‌আমরা প্রথম দিন থেকে লড়াই করেছি। বল করার সময় চেষ্টা করেছি ধারাবাহিক ভাবে একই জায়গায় বল রেখে যাওয়ার। বিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চেয়েছি। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বিশ্বাস ছিল যে আমি কিছু একটা করে দেখাতে পারব। অবশেষে সফল হয়েছি।’‌ পরে সাংবাদিক সম্মেলনে এসে মোবাইল বের করে দেখান, ওয়ালপেপারে জ্বলজ্বল করছেন রোনাল্ডো, সঙ্গে ‘বিলিভ’। নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া সিরাজের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ।

এদিকে, 

সবাই বলছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জশপ্রীত বুমরাহ পঞ্চম টেস্টে নামেননি। তিনি না থাকায় ভারতের বোলিং লাইন আপে রক্তাল্পতা। সোমবার ওভাল টেস্টের পঞ্চমদিন। সেদিন জানা গেল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নয়, বুম বুম বুমরাহকে ওভাল টেস্ট থেকে ছিটকে দিয়েছে চোট। 

হাঁটুর চোটের জন্যই বুমরাহকে ছাড়া পঞ্চম টেস্টে নেমেছে ভারত। সেই দলে মহম্মদ সিরাজ একাই লাইটহাউজ। আলো দেখাচ্ছেন তিনি। কিন্তু বুমরাহর চোট নিয়ে আপডেট এত দেরিতে এল কেন? ৩১ জুলাই বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বুমরাহকে দলে রাখা হয়নি। সেই সময়ে কিন্তু বুমরাহর চোটের কথা জানানো হয়নি। এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা বলেন, ''দুর্ভাগ্যবশত বুমরাহ হাঁটুর চোটে ভুগছে। ভাল জিনিস যেটা, সেটা হল বুমরাহর অস্ত্রোপচারের আর দরকার হচ্ছে না। বুমরাহর স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বিসিসিআই-এর মেডিক্যাল টিম।'' 

৩১ বছর বয়সী স্পিডস্টার এবার রিহ্যাব করবেন। কিন্তু বারংবার চোটের কবলে পড়ছেন কেন? শেষ টেস্টে বুমরাহর অভাব অনুভূত হচ্ছে। এই চোট পাওয়ার ফলে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো অনিশ্চিত হয়ে পড়লেন বুমরাহ।