আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পুরো সুস্থ হয়ে যাবেন মহম্মদ সামি?‌ সূত্রের খবর ইংল্যান্ড সিরিজে তাঁর খেলার সম্ভাবনা বাড়ছে। বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে বাংলার হয়ে খেলবেন সামি। বরোদায় পৌঁছে গিয়েছেন নির্বাচক কমিটির সদস্যরা। তাঁরা সামির বোলিং খুঁটিয়ে দেখবেন। তারপর নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।


শেষবার জাতীয় দলের হয়ে সামি খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে। তারপর ডান পায়ের গোড়ালিতে চোটের জেরে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। দীর্ঘ এক বছর পর গত বছরের নভেম্বরে ঘরোয়া ক্রিকেট খেলতে নামেন তিনি। বাংলার হয়ে কয়েকটা ম্যাচ খেলেই ফের হাঁটুতে চোট পান তিনি। যদিও তা গুরুতর ছিল না। এরপর তিনি এনসিএতে রিহ্যাবে ছিলেন। আর তার জেরেই বর্ডার গাভাসকার ট্রফিতে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায় সামির।


এবার ঘরোয়া ক্রিকেট খেলে সুস্থতার পরিচয় দিতে পারলেই ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত–ইংল্যান্ড সিরিজ। শুরুতে পাঁচটি টি২০। তারপর রয়েছে তিনটি একদিনের ম্যাচ। এই সিরিজ শেষ হলেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।


সামির সুস্থতার উপর কড়া নজর রেখেছে এনসিএ–র মেডিক্যাল টিম। আর সামি যেখানেই খেলতে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন এনসিএ–র অন্তত একজন ফিজিও এবং ট্রেনার। এবার শোনা যাচ্ছে, সামির বোলিং দেখতে নির্বাচকরা বরোদা যাচ্ছেন। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 
প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন সামি।