আজকাল ওয়েবডেস্ক:‌ ফের চোট পেলেন সামি। শুক্রবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে বাংলার খেলা ছিল মধ্যপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে শেষ ওভারে বোলিং করার সময় বল থামানোর চেষ্টা করতে গিয়ে বিশ্রীভাবে পড়ে যান সামি। এরপরই পিঠের নীচের অংশ চেপে ধরেন বাংলার স্পিডস্টার। দেখেই বোঝা যাচ্ছিল তিনি অস্বস্তি বোধ করছেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মেডিকেল প্যানেলের প্রধান নীতীন প্যাটেল সহ মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান। 


জানা গেছে শুক্রবার খেলা চলছিল সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে। প্রসঙ্গত, সামি কত দ্রুত সুস্থ হচ্ছেন তা দেখতেই রাজকোট এসেছিলেন নীতীন প্যাটেল ও তাঁর টিম। যদিও প্রাথমিক শুশ্রুষার পর সামি শেষ ওভার বল করেন। যদিও বাংলা ম্যাচটি অল্প ব্যবধানে হেরে যায়।


সামির চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। সুস্থতার প্রমাণ দিতে পারলে বর্ডার–গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা ছিল সামির। সেক্ষেত্রে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্ট থেকে সামির খেলার কথা ছিল। কিন্তু এই চোট সামির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পিছিয়ে দিল কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


দীর্ঘ এক বছর পর চোট সারিয়ে বাংলার হয়ে রনজি খেলতে নেমেছিলেন সামি। প্রথম ম্যাচেই দারুণ বল করেন। আপাতত রনজি বন্ধ রয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন সামি। চার নম্বর ম্যাচে গিয়েই ফের পেলেন চোট। বোর্ডের তরফে কিংবা বাংলা দলের তরফেও এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।