আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য বর্ডার–গাভাসকার ট্রফিতে অনিশ্চিত সামি। বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হতেই হইচই শুরু হয়ে যায়। যদিও বুধবারই এক্স হ্যান্ডলে সামি এই গুজব উড়িয়ে দিয়েছেন।


ওই প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছিল, ‘‌সামি চোট সারিয়ে বোলিং শুরু করেছিলেন। শীঘ্রই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সম্ভাবনা ছিল। কিন্তু সামির হাঁটুর চোট সম্প্রতি বেড়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম গোটা বিষয়টি নজরে রেখেছে।’‌ এরপরই ওই প্রতিবেদনে বলা হয়, ‘‌প্রায় একবছর ধরে সামির চোটের চিকিৎসা চলছে। তাই খবরটা বেশ হতাশার। তবুও মেডিক্যাল টিম চেষ্টা করে চলেছে।’‌ যদিও এই একেবারেই ঠিক নয় বলে সামি পোস্ট করেছেন, ‘‌এই ধরণের ভিত্তিহীন কথা কেন ছড়ানো হয়?‌ সুস্থ হয়ে ওঠার যথাসাধ্য চেষ্টা করছি। বোর্ড বা আমি একবারও বলিনি বর্ডার–গাভাসকার ট্রফি থেকে ছিটকে গেছি। সবাইকে অনুরোধ করব এই ধরণের অসমর্থিত সূত্রের খবরে মাথা ঘামাবেন না। এগুলো বন্ধ হওয়া উচিত। ভুল তথ্য ছড়ানোটা বন্ধ হোক। আর কিছু খবর করতে হলে অনুমতি নিয়ে করুন।’‌ 


প্রসঙ্গত, গত নভেম্বরে বিশ্বকাপের পরেই চোটের জন্য মাঠের বাইরে মহম্মদ সামি। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। একন দেখার বর্ডার–গাভাসকার ট্রফির আগে তিনি সুস্থ হতে পারেন কিনা।