আজকাল ওয়েবডেস্ক:‌ কার্টুনগিরি বন্ধ করুন। প্রাক্তন পাক ক্রিকেটার ও অধিনায়ক ইনজামাম উল হককে এই ভাষাতেই জবাব দিলেন মহম্মদ সামি। 


টি২০ বিশ্বকাপের সময় ইনজামাম উল হক ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন। ইনজি বলেছিলেন, ‘‌বিশ্বকাপের ম্যাচে দেখছি অর্শদীপ বল করার সময় ১৫ নম্বর ওভারেই রিভার্স সুইং হচ্ছে। এত তাড়াতাড়ি নতুন বলে রিভার্স সুইং হয়?‌ কিন্তু এটা হচ্ছে মানে ১২–১৩ ওভারের মধ্যেই বল রিভার্স সুইংয়ের মতো উপযুক্ত হয়ে যাচ্ছে। আম্পায়ারদের বিষয়টি দেখা উচিত। এটা পাক বোলাররা করলে বড় ইস্যু হয়ে যেত। পাকিস্তানিরা রিভার্স সুইং খুব ভাল জানে। কিন্তু অর্শদীপ যখন ১৫ তম ওভারেই রিভার্স সুইং করাচ্ছে, তখন এখানে বড় কোনও ব্যাপার রয়েছে।’‌ ২০২৩ বিশ্বকাপের সময় সামির পারফরম্যান্স দেখেও প্রাক্তন পাক পেসার হাসান রাজা একই দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ভারতকে অন্য রকম বল দেওয়া হচ্ছে। আর তার ফলেই সামি বাড়তি সুইং পাচ্ছে।

এই জোড়া আক্রমণের জবাবে সামি বলেছেন, ‘‌আগেও বলেছি, বল ভেঙে দেখিয়ে দিতে পারি, কোনও প্রযুক্তি রয়েছে কিনা। এখন আরও একটা দাবি তোলা হচ্ছে। ইনজি ভাইয়ের উপর শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের বিরুদ্ধে যারা ভাল পারফর্ম করে, তাদেরই আপনারা আক্রমণ করেন।’‌ সামি আরও জুড়ে দিয়েছেন, ‘‌প্রাক্তনদের এরকম মন্তব্য একেবারেই কাম্য নয়। এই ধরনের কার্টুনগিরি বন্ধ করুন। মানায় না।’‌