আজকাল ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপে মেসির পরা জার্সি এবার কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। আর্জেন্টিনা অধিনায়কের ব্যবহৃত বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলা হবে।
বিশ্বের অন্যতম বড় ব্রোকার হাউস সোথেবি এই নিলাম পরিচালনা করবে। তাদের আশা নিলাম থেকে প্রায় এক কোটি ডলার উঠে আসবে।
এদিকে মেসি জানিয়েছেন, এই নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের প্রজেক্টে। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে এই প্রতিষ্ঠান।
আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। একই সময়ে প্রদর্শনীর জন্য রাখা হবে জার্সিগুলো।
বিশ্বের অন্যতম বড় ব্রোকার হাউস সোথেবি এই নিলাম পরিচালনা করবে। তাদের আশা নিলাম থেকে প্রায় এক কোটি ডলার উঠে আসবে।
এদিকে মেসি জানিয়েছেন, এই নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের প্রজেক্টে। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে এই প্রতিষ্ঠান।
আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। একই সময়ে প্রদর্শনীর জন্য রাখা হবে জার্সিগুলো।
