আজকাল ওয়েবডেস্ক: সিরিজ এখন ১–১। বাকি আর দুই টেস্ট। মেলবোর্ন আর সিডনি। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বক্সিং ডে টেস্ট। কেমন হবে উইকেট? জানালেন পিচ প্রস্তুতকারক।
প্রথম টেস্টে পারথে ছিল গতি ও বাউন্সে ভরা উইকেট। এডিলেড টেস্টে ছিল পিচে সুইং। আবার গাব্বায় গতি থাকলেও বাউন্স ছিল কম। এবার মেলবোর্নের উইকেট নিয়ে আলোচনা। পিচ প্রস্তুতকারক ম্যাট পেগের কথায়, ঐতিহ্য মেনেই হবে উইকেট। অর্থাৎ গত দু’তিন বছরের মেলবোর্নের উইকেট যেমন হয়েছে, এবারই তেমনটাই হতে চলেছে। ম্যাটের কথায়, ‘নতুন কিছু করার চেষ্টা করা হয়নি। গত কয়েক বছর ধরে মেলবোর্নের উইকেটের যা চরিত্র ছিল এবারও তাই থাকছে।’
এটা ঘটনা মেলবোর্নে আগে ব্যাটসম্যানরা সুবিধা পেতেন। হত পাটা উইকেট। কিন্তু তাতে বদল এসেছে কয়েক বছর আগেই। ম্যাটের কথায়, ‘সাত বছর আগেই পরিকল্পনা হয়েছিল উইকেটের চরিত্র বদলানোর। আসলে সবাই চায় ফলাফল। এখন মেলবোর্নের পিচে ঘাস থাকছে অনেক। ফলে শুরুতে পেসাররা সুবিধা পায়। বল পুরনো হলে স্পিনাররা কিছুটা সুবিধা পায়। গত দু’তিন বছর ধরে এই ধরনের পিচ তৈরি হচ্ছে। এবারও তার অন্যথা হবে না।’ তাঁর কথায়, ‘পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। পিচ খুব একটা ভাঙবে না। ফলে স্পিনারদের থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবে।’
পিচ প্রস্তুতকারক যা বললেন, তাতে মেলবোর্নেও হয়ত এক স্পিনারেই খেলবে দু’দল। যদিও মেলবোর্নে এবার বড় সমস্যা তাপমাত্রা। ফলে পিচের চরিত্র কিছুটা বদলে যেতে পারে বলে মত ম্যাটের। তাঁর কথায়, ‘আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। গরম বেশি থাকলে তাড়াতাড়ি পিচ ফাটবে। সেক্ষেত্রে আবার স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।’
