আজকাল ওয়েবডেস্ক:‌ স্পিড সেনসেশন মায়াঙ্ক যাদব যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে?‌ বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে অভিষেক হয়েছে মায়াঙ্কের। ভালই বল করেছেন। এদিকে মহম্মদ সামি সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও খেলতে পারবেন না। তাছাড়া চোট রয়েছে বাঁহাতি পেসার যশ দয়ালের। তাই সম্ভবত জোরে বোলিংয়ে ব্যাক আপ হিসেবে মায়াঙ্ককে নিয়ে যাওয়া হতে পারে। আর ব্যাটিংয়ে তো প্রচুর বিকল্প রয়েছে ভারতের হাতে।


রোহিত জানিয়েছেন, ‘‌ব্যাটিংয়ে আমাদের প্রচুর বিকল্প রয়েছে। বোলিংয়েও এই বিকল্পটা তৈরি করতে চাই। যাতে আগামীতে কেউ চোট পেলে দলকে সমস্যায় পড়তে না হয়।’‌ রোহিত আরও বলেছেন, ‘‌শুধু কয়েকজনের উপর নির্ভর করে থাকতে চাই না। এটা ঠিকও নয়। ভবিষ্যতের কথা ভেবে এগোতে হবে। সঠিক ক্রিকেটারকে তৈরি করে নিতে হবে।’‌


আর তাই সেকারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, প্রসিধ কৃষ্ণার মতো বোলারদের রিজার্ভে রাখা হয়েছে।
রোহিত আরও বলেছেন, ‘‌মায়াঙ্ক দেখিয়েছে ও কী করতে পারে। কিন্তু অতীতে অনেকবার চোট পেয়েছে মায়াঙ্ক। তাই ওকে নিয়ে তাড়াহুড়ো করব না। প্রতিদিন কতটা উন্নতি করছে সেটাই দেখা দরকার। লাল বলে ওয়ার্কলোডের বিষয়টাও দেখতে হবে। তরপর আন্তর্জাতিক ক্রিকেটে আনতে হবে।’‌ শুধু মায়াঙ্ক নন, রানা, কৃষ্ণাদের মতো পেসারদের নিয়েও রোহিতের একই মত। সময় দিয়ে তাদের তৈরি করতে চান।