আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে মকাইবাড়ি চা বাগানে একেবারে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার গোর্খা পোশাক পরে চা বাগান শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মমতা। চা বাগানের শ্রমিকরা ঠিক যেভাবে মাথা দিয়ে পিঠের দিকে ঝুড়ি ঝুলিয়ে চা তোলেন, সেইভাবে চা পাতা তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পাহাড়ের মানুষ। মমতাকে সামনে পেয়ে চা বাগানের শ্রমিকরা তাঁদের নিজস্ব ভাষায় গানও গান সবুজে ঘেরা চা বাগানের মাঝে দাঁড়িয়ে। আর তাতে তাল মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাদের সঙ্গে কথাও বলেন মমতা। চা বাগানে বসেই চুমুক দেন চায়ে। সঙ্গে মমতা বলেন, ‘চা বাগান ভাল থাকুক, চা শ্রমিকরা ভাল থাকুক।’
প্রসঙ্গত, কার্শিয়াংয়ে এসে মকাইবাড়ি টি এস্টেটের ম্যানেজারের বাংলোয় রয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশের বিয়ে এদিন। মমতা বিয়ের অনুষ্ঠানে যাননি। তবে বিয়ের পর নবদম্পতি আসবেন মমতার আশীর্বাদ নিতে।
প্রসঙ্গত, কার্শিয়াংয়ে এসে মকাইবাড়ি টি এস্টেটের ম্যানেজারের বাংলোয় রয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশের বিয়ে এদিন। মমতা বিয়ের অনুষ্ঠানে যাননি। তবে বিয়ের পর নবদম্পতি আসবেন মমতার আশীর্বাদ নিতে।
