আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম এই খবর নিশ্চিত করেছেন। 


১৭ বছর ধরে দেশের হয়ে টি২০ খেলেছেন মাহমুদুল্লাহ। ৩৭ বছরের ক্রিকেটার এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
ভারত–বাংলাদেশ টি২০ সিরিজের আগে থেকেই মাহমুদুল্লাহর অবসর নিয়ে জল্পনা চলছিল। প্রথম ম্যাচের পর জল্পনা তুঙ্গে ওঠে। অবশেষে বিসিবির তরফে নিশ্চিত করা হল মাহমুদপুল্লাহর অবসরের বিষয়টি। 


প্রসঙ্গত, ২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহর। দেশের হয়ে খেলেছেন ১৩৯ ম্যাচ। রান করেছেন প্রায় ২৫০০। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। 


এছাড়া বাংলাদেশকে ৪৩টি টি২০ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন মাহমুদুল্লাহ। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ। সেই মাহমুদুল্লাই শেষ ম্যাচ খেলবেন শনিবার।