আজকাল ওয়েবডেস্ক: তিনি বাইকপ্রেমী। সময় পেলেই বেরিয়ে পড়েন রাস্তায়। তা সে অধিনায়ক থাকাকালীন হোক বা বর্তমান সময়ে।
প্রসঙ্গত, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। তাঁর কৈলাশপতি ফার্মহাউসে প্রচুর বাইক রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি সব বাইক চালান? এক অনুষ্ঠানে ধোনি জানান, ভিনটেজ বাইক নিয়ে রাস্তায় বেরোতে ভয় পান তিনি। এক অনুষ্ঠানে নিজের বাইক নিয়ে বলতে গিয়ে মাহি জানিয়েছেন, তাঁর ১০০–র বেশি বাইক রয়েছে। কিন্তু তার মধ্যে সবগুলোর অবস্থা ভাল নয়। মাহির কথায়, করোনার সময়ে নিজের বাইকগুলোর সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পেরেছিলেন তিনি। এরপরই তিনি বলেছেন, ‘যে বাইকগুলোর ব্যাপারে আমি জানি, তেমন ২৫–৩০টা বাইককে সারাই। চালানোর অবস্থায় নিয়ে আসি।’ এই প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘সেই সময় বাইকের বিভিন্ন অংশের ডেলিভারি হচ্ছিল না। এরপর আমি যখন দেখি বাইকগুলোর ইঞ্জিন ঠিক অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই সময় ওগুলোর কিছু কসমেটিক বদলের কথা ভাবি।’
প্রসঙ্গত মাহি জানিয়েছেন, তিনি বর্তমানে ৩৫ টা বাইক চালান। এরপরই ধোনি জানান, ‘ভিন্টেজ বাইক চালানোর খারাপ অভিজ্ঞতা হয়েছে। বেশ কয়েকবার বাইক ধাক্কা দিতে হয়েছে। তাই ভয় হয় যদি বাইক খারাপ হয়ে যায় রাস্তায় তা হলে কী করব।’
এটা ঘটনা রাঁচির রাস্তায় ধোনিকে প্রায়ই বাইক নিয়ে বেরোতে দেখা যায়। এই বিষয়ে মাহি বলেছেন, ‘যে ভিন্টেজ বাইকগুলির অবস্থা ভাল নয়, সেগুলো নিয়ে মাঝে মাঝে বেরোই।’
