আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ত্রোপচারের পর স্থিতিশীল হলেও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছে না। গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে খিঁচুনি হওয়ায় পড়ে যান মদন মিত্র। বাঁ কাঁধের হাড় ভাঙে। হয় অস্ত্রোপচার। তারপর ফের খিঁচুনি। আপাতত এস‌এসকেএমের আইটিইউয়ে চিকিৎসাধীন তিনি। প্রসঙ্গত, বুধবার কাঁধের অস্ত্রোপচার হয়েছে মদন মিত্রের। এরপর রাতের দিকে আচমকাই খিঁচুনি হতে থাকে। দীর্ঘক্ষণ তা চলে। চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এসএসকেএম সূত্রে খবর, আপাতত মদন মিত্র স্থিতিশীল রয়েছেন। তবে অস্ত্রোপচারের পর যেহেতু খিঁচুনি, তাই বিশেষ নজর রাখা হয়েছে। 
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন মদন। আইটিইউতে আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন মদন।