আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বন্দরে মর্মান্তিক দুর্ঘটনা। মাল খালাসের সময় কন্টেনার উল্টে মৃত এক ট্রেলার চালক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০.৪০ নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, তিন নম্বর ডকে মালবোঝাই দু’টি কন্টেনার বহন করে এনেছিলেন ট্রেলার চালক রোহিত কুমার (২২)। প্রথম কন্টেনারটি থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে মাল খালাস করা হয়। কিন্তু দ্বিতীয় কন্টেনার থেকে মাল খালাসের সময় ঘটে বিপত্তি।
আচমকাই পিছলে গিয়ে মালবোঝাই কন্টেনারটি পড়ে চালকের কেবিনে। রক্তাক্ত অবস্থায় রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের বাড়ি বিহারের নওয়াদা জেলায় বলে জানা গেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সময় ওখানে যারা উপস্থিত ছিলেন, সবার সঙ্গেই কথা বলছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
