‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফের একবার। এই নিয়ে অষ্টমবার। ব্যালন ডি’‌অর জিতলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সই এবার মেসিকে বাকিদের থেকে এগিয়ে দিল। গতবার এই ট্রফি জিতে নিয়েছিলেন ফ্রান্স ও রিয়েল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। এবার মেসিকে কড়া লড়াইয়ে ফেলেছিলেন ম্যান সিটির আর্লিং হালান্ড ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। কিন্তু চূড়ান্ত ভোটাভুটিতে বাকিদের পেছনে ফেলে ব্যালন ডি’‌অর জিতে নেন মেসি। দুইয়ে থাকলেন হালান্ড। তিনে এমবাপে। আর চারে কেভিন ডি ব্রুইনি।  সোমবার রাতে প্যারিসে বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে সাত গোল করেছিলেন মেসি। আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি।  ২০০৯ সালে প্রথম এই খেতাব পেয়েছিলেন মেসি। আর ২০২৩ সালে পেলেন অষ্টম খেতাব। পিএসজি ছেড়ে আপাতত মেজর লিগ সকার মাতাচ্ছেন এল এম টেন।