আজকাল ওয়েবডেস্ক: সোমবার নতুন দিল্লিতে শুরু হল খেলো ইন্ডিয়া প্যারা গেমস। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লিতে কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলো ইন্ডিয়া প্যারা গেমস’–এর প্রথম সংস্করণের উদ্বোধন করেন। প্রথম দিনে পুরুষদের ডিসকাস থ্রোতে হরিয়ানার মনু ঘাঙ্গাস সোনা জিতেছেন। অন্ধ্রপ্রদেশের নিলাম সঞ্জয় রেড্ডি রুপো এবং দিল্লির সনু সিং ব্রোঞ্জ পদক পান। হিমাচলপ্রদেশের নিষাদ কুমার হাইজাম্পে সোনা পান। হরিয়ানার রামপাল রুপো এবং গুজরাটের ছন্দ্রেশ বাগারা ব্রোঞ্জ পদক জিতে নেন।
উল্লেখ্য, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১ হাজার ৪০০ জনেরও বেশি অ্যাথলিট অংশ নিয়েছেন। ১৭ ডিসেম্বর অবধি চলবে প্রতিযোগিতা। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং কারনি সিং স্টেডিয়ামেও চলবে খেলা।
উল্লেখ্য, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১ হাজার ৪০০ জনেরও বেশি অ্যাথলিট অংশ নিয়েছেন। ১৭ ডিসেম্বর অবধি চলবে প্রতিযোগিতা। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং কারনি সিং স্টেডিয়ামেও চলবে খেলা।
