আজকাল ওয়েবডেস্ক:‌ ব্লাড ক্যান্সারে আক্রান্ত অংশুমান গায়কোয়াড়। একসময়ের সতীর্থ গুরুতর অসুস্থ হওয়ায় বিসিসিআইয়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। 
গত বছর লন্ডনে চিকিৎসাধীন ছিলেন গায়কোয়াড়। কপিল জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থদের মধ্যে মহিন্দার অমরনাথ, সুনীল গাভাসকার, সন্দীপ পাটিল, দিলীপ বেঙ্গসরকার, মদন লাল, রবি শাস্ত্রী, কীর্তি আজাদরা যথাসাধ্য আর্থিক সাহায্য করেছেন। ফান্ড জোগাড় করার চেষ্টা করছেন। কপিল নিজেও পেনশনের টাকা অংশুমানের চিকিৎসার জন্য দিতে প্রস্তুত। 


কপিল আত্মবিশ্বাসী বোর্ড প্রাক্তন কোচের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কপিলের কথায়, ‘‌খুবই বেদনাদায়ক খবর। অংশুর সঙ্গে দীর্ঘদিন খেলেছি। এই অবস্থায় ওঁকে দেখতে কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত বোর্ড বিষয়টা দেখবে। কোনও দাবি করছি না। তবে হৃদয় থেকে আসুক ব্যাপারটা। জোরে বোলারদের বিরুদ্ধে একটা সময় বুক চিতিয়ে লড়েছে অংশু। এবার ওঁর জন্য আমাদের কিছু করা উচিত। ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই ব্যাপারটা দেখবে।’‌ কপিল আরও যোগ করেছেন, ‘‌প্রাক্তন ক্রিকেটারদের এরকম অবস্থায় কিছু সাহায্য করার জন্য বোর্ডের ভাবা উচিত। আমাদের সময়ে এত টাকা ছিল না। এখন যা আছে। তাই প্রাক্তন ক্রিকেটারদের পাশে বোর্ডের আরও বেশি করে থাকা উচিত। তারাও দেশের জন্য খেলেছে। আমার মনে হয় বোর্ড বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববে। ওঁর পরিবার চাইলে আমরা প্রাক্তন সতীর্থরা পেনশনের টাকা তুলে দিতে প্রস্তুত।’‌ প্রসঙ্গত, দেশের হয়ে ৪০ টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন অংশুমান গায়কোয়াড়।