আজকাল ওয়েবডেস্ক: পতৌদি ট্রফির নাম বদলে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজ এবার থেকে নাম হবে ‘অ্যান্ডারসন–তেন্ডুলকার’ ট্রফি। এই সিদ্ধান্ত বড় অদ্ভুত মনে হয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের।
কপিলের কথায়, ‘এই সিদ্ধান্তটা সত্যিই অদ্ভুত লাগছে। এরকম কী কখনও ঘটে? যাই হোক, ঠিক আছে। ক্রিকেটে অনেক কিছুই কাজ করে।’ এরপরই কপিলের সংযোজন, ‘দিনের শেষে কোনও পার্থক্য নেই। ক্রিকেট হল ক্রিকেটই। মাঠে ক্রিকেটও একইরকম হওয়া উচিত।’ এর আগে এই নাম বদলের সমালোচনা করেন সুনীল গাভাসকারও।
২০০৭ সালে ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের নামকরণ করা হয় পতৌদি ট্রফি। কিংবদন্তি মনসুর আলি খান পতৌদির সম্মানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার ট্রফির নাম পরিবর্তন হলেও পতৌদির স্মৃতিতে একটি পদক দেওয়া হবে জয়ী দলের ক্যাপ্টেনকে। আর এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন তরুণ শুভমান গিল। সিরিজ জয় হবে কিনা তা ভবিষ্যৎ বলবে।
এদিকে, ১৯৮৩ সালের ১৮ জুন বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন কপিল। ১৭/৫ অবস্থা থেকে সেই ইনিংসে ভর করেই ম্যাচ জেতে ভারত। তা স্মরণ করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কপিল বলেন, ‘এই দিনটার কথা আমার কিন্তু বিশেষ কিছু মনে নেই। যাঁরা খেলাটিকে দেখেছেন, তাঁদের মনে রয়েছে। তবে যখন সবাই এই ম্যাচটির কথা বলেন, তখন স্মৃতিগুলি মনের কোণে ভেসে ওঠে। বেশ ভাল লাগে।’
