আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতি কান্ডে গ্রেপ্তার হওয়ার পর আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। কারা কর্তৃপক্ষের তরফে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অক্সিজেন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। তাঁর নাকি কাশির সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। 
প্রসঙ্গত, গ্রেপ্তারির পর আদালতে শুনানির সময় অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় ডায়াবেটিসে আক্রান্ত। এবার জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। যদিও জেল সূত্রে খবর, অক্সিজেন দেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন জ্যোতিপ্রিয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়নি। বৃহস্পতিবার অসুস্থতার কারণে সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিক। ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে হাজির করানো হয়। তারপর রাতেই জেলে দিতে হল অক্সিজেন।