আজকাল ওয়েবডেস্ক: ‘অপা’র পর শান্তিনিকেতনে খোঁজ মিলল ‘দোতারা’র। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতেই হদিশ মিলল বোলপুরে তাঁর বিলাসবহুল বাড়ির। বর্তমানে বাড়িটির মূল্য প্রায় ৬ কোটি টাকা। যা তিনি দেড় কোটি টাকায় কিনেছিলেন।  জানা যাচ্ছে, ২০১৭ সালে দেড় কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন জ্যোতিপ্রিয়। এরপর বাড়ির পিছনে আরও ৮৫ লক্ষ টাকা খরচ করেছিলেন মন্ত্রী। বাড়িটিকে এখন থাকেন একজন কেয়ারটেকার। শান্তিনিকেতনের রতনপল্লীতে জলট্যাঙ্কির কাছে রয়েছে জ্যোতিপ্রিয়র বাড়ি ‘দোতারা’। 
