আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিতলে জেমাইমা রড্রিগেজের সঙ্গে গান গাওয়ার আবদার জুড়েছিলেন সুনীল গাভাসকার। জেমাইমা বাজাবেন গিটার। আর সানি গাইবেন গান। তবে অবশ্যই জেমাইমা যদি রাজি থাকেন তবেই।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন হরমনরা। এবার কি তবে গাভাসকারের সঙ্গে গান গাইতে রাজি? সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই উত্তর দিলেন জেমাইমা।
ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় জেমাইমা বলেছেন, ‘হাই, সুনীল গাভাসকর স্যার, আমি আপনার বার্তা দেখেছি। আপনি বলেছিলেন, যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে একসঙ্গে গান গাইতে চান। হ্যাঁ, আমি গিটার নিয়ে তৈরি। আশা করি, আপনিও মাইক হাতে তৈরি। অনেক ভালবাসা।’ ভিডিওটি করার সময়ও জেমাইমার হাতে ছিল গিটার। এবার দেখার কবে তাঁদের ‘ডুয়েট’ দেখা যায়।
প্রসঙ্গত, বিশ্বকাপ সেমিফাইনালে ১২৭ রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন জেমাইমা। তারপর সানি বলেছিলেন, ‘যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। কয়েক বছর আগে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার গান করেছিলাম। একটা ব্যান্ড গান গাইছিল, আমরা ঠিক করি ওদের সঙ্গে গান করব। জেমাইমা গিটার বাজাচ্ছিল আর আমি এই গলা নিয়ে গান গাইছিলাম। যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে আবার সেটা করতে চাই। যদি ও আমার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে গানবাজনা করতে রাজি হয়, তাহলে আমিও রাজি।’
যদিও এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সানি ও জেমাইমা বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ মাতিয়েছিলেন। সেবার তাঁরা একসঙ্গে গেয়েছিলেন, ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা।’ এবার দেখা যাক দু’জনে ফের কবে একসঙ্গে মঞ্চ মাতাতে ওঠেন।
