আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২–২ ড্র করে ফিরেছে ভারত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওভাল টেস্ট খেলেননি বুমরা। ভারত তখন সিরিজে ১–২ পিছিয়ে ছিল। কিন্তু মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা দলকে জিতিয়ে দেন। এরপরেই নেটিজেনরা বুমরার সমালোচনায় মুখর হন। পেসারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এও বলা হয় যে দুটো টেস্ট বুমরা খেলেনি সেই দুটোই জিতেছে ভারত। প্রসঙ্গত, প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলেছিলেন বুমরা। তার মধ্যে প্রথম ও তৃতীয় টেস্ট হারতে হয়েছিল শুভমন গিলদের।
পাঁচ টেস্টের সিরিজে ৭৫৪ রান করে সিরিজ সেরা হন ভারত অধিনায়ক শুভমন গিল। সিরিজে সবচেয়ে বেশি ২৩ শিকারের মালিক মহম্মদ সিরাজ। যিনি পাঁচ টেস্টেই খেলেছিলেন।
এই পরিস্থিতিতে বুমরার পাশে দাঁড়িয়েছেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। তিনি সমালোচকদের একহাত নিয়ে বলেছেন, ‘জসপ্রীত বুমরার দিক থেকে বিষয়টি দেখুন। বুমরাকে ছাড়াই দল যেভাবে লড়াই করে সিরিজ ড্র করে ফিরল এতে ওই সবচেয়ে বেশি খুশি হবে। দলের তরুণ পেস ব্রিগেড নিয়ে গর্বিত হবে বুমরা। বুমরা কখনও চাপের ম্যাচ থেকে সরে যান, বিষয়টি একেবারেই এরকম নয়।’
আরও পড়ুন: ওভাল টেস্টে চোট পান আরও এক ভারতীয় ক্রিকেটার, অবশেষে এল প্রকাশ্যে, জানুন কে তিনি
এরপরই কার্তিকের সংযোজন, ‘বুমরা মাঠে থাকা মানে অধিনায়কের নিশ্চিন্তে থাকা। যখনই উইকেট দরকার। বুমরাকে বললেই হবে। ঠিক উইকেট তুলে নেবে। নতুন হোক বা পুরনো বল সবেতেই সমান স্বাচ্ছন্দ্য বুমরা। এই সুখ্যাতিটাই সে অর্জন করেছে।’
বুমরাকে ছাড়া দল জিতছে। এই কথা উঠেছে। কার্তিক তা নিয়ে চিন্তিত নন। বলেছেন, ‘এরকম তো হতেই পারে। বুমরা না থাকলেই দল হারবে এরকম তো নয়। তাছাড়া শেন ওয়ার্ন, ডেল স্টেইন অবসর নেওয়ার পরেও তো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা জিতছে তাই নয় কি? আর বুমরা যখন অবসর নেবে তখন ম্যাকগ্রাথ, ওয়ার্ন, স্টেইনের দলে তাঁকেও রাখা হবে।’ এরপরই কার্তিকের সংযোজন, ‘বুমরার কেরিয়ার আরও দীর্ঘায়িত হবে। বুমরা ম্যাচ বেছে বেছে খেলবে। এটা সঠিক সিদ্ধান্ত। ও শরীর বুঝে চাপটা নেবে। ইতিমধ্যেই দুটো বড় চোট পেয়েছে। এরপর পেলে কিন্তু মুশকিল হবে। তাই ম্যাচের গুরুত্ব বুঝে খেলাটাই বুমরার পক্ষে ঠিক হবে।’
এটা ঘটনা জসপ্রীত বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।
