আজকাল ওয়েবডেস্ক:‌ মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা। এখন আবার জসপ্রিত বুমরা। বারবার হয়েছে নেতৃত্বের ব্যাটন বদল।


ব্যক্তিগত কারণে পার্থ টেস্টে নেই রোহিত। অধিনায়কত্ব করবেন বুমরা। ম্যাচের আগের দিন প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এই পেসার। এসেই জানিয়ে দিলেন, অধিনায়কত্ব পেয়ে তিনি গর্বিত। আত্মবিশ্বাসীও বটে। বাড়তি দায়িত্ব নিতেও প্রস্তুত। বুমরার কথায়, ‘‌আমি সম্মানিত। বিরাটের একটা স্টাইল ছিল। রোহিতেরও একটা স্টাইল রয়েছে। আমারও নিজস্ব স্টাইল রয়েছে। সেই স্টাইলেই চলব। তাই কারও অধিনায়কত্বের বিচার করব না। দায়িত্ব নিতে ভালবাসি।’‌ তবে রোহিতের সঙ্গে যে তাঁর কথা হয়েছে, তা জানান বুমরা। বলে দিয়েছেন, ‘‌পার্থে এসে রোহিতের সঙ্গে কথা হয়েছে। বেশ কিছু বিষয় জেনে নিয়েছি। এবার মাঠে তা প্রতিফলনের চেষ্টা করব।’‌


এদিকে পার্থ টেস্টের আগে বুমরার নেতৃত্বের ও পেস বোলিংয়ে বাড়তি দায়িত্বের প্রশংসা করেছেন বোলিং কোচ মরনি মরকেল। 


তবে বুমরার কাজটা কিন্তু কঠিন হতে চলেছে। একে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঘরের মাঠে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ। তার উপর নেই রোহিত শর্মা। রান নেই বিরাটের ব্যাটে। শুভমান গিল অনিশ্চিত। সব মিলিয়ে পার্থে কঠিন চ্যালেঞ্জ অধিনায়ক বুমরার।