আজকাল ওয়েবডেস্ক:‌ বার্মিংহ্যাম টেস্টে খেলছেন না জসপ্রীত বুমরা। কিছুদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। বুমার খেলবেন নাকি খেলবেন না। অবশেষে দেখা গেল বুমরা খেলছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত। 


ইংল্যান্ড প্রথম টেস্টের দলই খেলাচ্ছে। আর ভারতীয় দলে হল একগুচ্ছ পরিবর্তন। লিডসে অভিষেক হওয়া সাই সুদর্শন বাদ পড়লেন। ফলে করুণ নায়ার নামবেন তিনে। সুদর্শনের জায়গায় দলে এলেন নীতীশ কুমার রেড্ডি। যিনি কয়েক ওভার বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও করতে পারেন। মেলবোর্নে শতরান করেছিলেন।


বুমরার জায়গায় দলে এলেন বাংলার আকাশ দীপ। আর স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে এলেন ওয়াশিংটন সুন্দর। বাদ পড়লেন শার্দূল ঠাকুর। দলে এবারও জায়গা হল না কুলদীপ যাদবের। 


টস জিতে আগের টেস্টের মতোই বোলিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। অধিনায়ক শুভমান টানা দুটো টেস্টে টস হারলেন।


লিডসে হারের পর এজবাস্টনে সমতা ফেরানোর লড়াইয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের পাঁচদিনই কমবেশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। ঢাকা পিচ, নতুন বল এবং মেঘলা আকাশে বল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভারতীয় ব্যাটারদের কাজটা যথেষ্ট কঠিন। 

পুনশ্চ:‌ আগেই জানা গিয়েছিল বুমরা তিনটি টেস্ট খেলবেন। লিডসে খেলেছিলেন। এজবাস্টনে থাকলেন বিশ্রামে। এর অর্থ লর্ডস টেস্টে সম্ভবত প্রথম এগারোয় দেখা যাবে বুমরাকে।