আজকাল ওয়েবডেস্ক:‌ ফের শীর্ষে উঠে এলেন জসপ্রীত বুমরা। পারথ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর বুমরা ফের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন। পারথ টেস্টে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন বুমরা। পারথ টেস্টের আগে তিন নম্বরে ছিলেন বুমরা। কিউয়িদের বিরদ্ধে উইকেট না পাওয়ায় শীর্ষস্থান হারান ভারতীয় স্পিডস্টার। কিন্তু পারথে দুর্দান্ত বোলিংয়ের পর হ্যাজলেউড ও রাবাডাকে টপকে ফের শীর্ষে উঠে এলেন বুমরা।
বুমরার রেটিং পয়েন্ট ৮৮৩। যা তাঁর কেরিয়ারের সেরা। রাবাডার রেটিং পয়েন্ট ৮৭২। আর হ্যাজলেউডের ৮৬০। বুমরার সতীর্থ সিরাজ তিন ধাপ উঠে রয়েছেন ২৫ নম্বরে। 


এদিকে, ব্যাটারদের তালিকায় কেরিয়ারের সেরা দুই নম্বর স্থানে উঠে এসেছেন যশস্বী জয়সোয়াল। পারথে ১৬১ রান করার সুবাদে দুইয়ে চলে এলেন বাঁহাতি ব্যাটার। শীর্ষে রয়েছেন যথারাতি ইংরেজ ব্যাটার জো রুট। রুটের রেটিং পয়েন্ট এখন ৯০৩। আর যশস্বীর ৮২৫। এদিকে পারথ টেস্টে শতরানের পর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলিরও। নয় ধাপ উঠে তিনি রয়েছেন ১৩ নম্বরে। ঋষভ পন্থ রয়েছেন ছয় নম্বরে। আর অলরাউন্ডারের তালিকায় এক ও দুই নম্বর স্থান ধরে রেখেছেন জাদেজা ও অশ্বিন।