আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়ে টেস্টে খেলছেন না জসপ্রীত বুমরা। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন বুমরা অসুস্থ। বুমরার পরিবর্তে প্রথম একাদশে এসেছেন মহম্মদ সিরাজ।
প্রথম একাদশে এই একটিই বদল ভারতের। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। এদিকে রোহিত টসের পর জানান, ‘এই সিরিজে ভাল খেলতে পারিনি। এই উইকেটটা ভাল মনে হচ্ছে। আশা করছি বিপক্ষকে কম রানে আটকে রাখতে পারব। এই টেস্টটা জেতাই লক্ষ্য। বুমরা অসুস্থ। তাই ওর পরিবর্তে প্রথম একাদশে এল সিরাজ।’
যদিও কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এই টেস্টে বুমরা খেলবেন না। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। যদিও রোহিত জানিয়েছেন বুমরা সুস্থ নন বলেই প্রথম একাদশে রাখা হয়নি। বিসিসিআইও এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ভাইরাল ইনফেকশন থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি জসপ্রীত বুমরা। মুম্বইয়ে তৃতীয় টেস্টে খেলছেন না বুমরা।’
ভারতীয় দলে একটি বদল হলেও নিউজিল্যান্ড দলে দুটি বদল হয়েছে। ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে নেই টিম সাউদি এবং মিচেল স্যান্টনার। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট হেনরি এবং ইশ সোধিকে।
প্রসঙ্গত, স্যান্টনার পুণে টেস্টে ভারতীয় ব্যাটিংকে ধসিয়ে দিয়েছিলেন। তাই স্যান্টনারের বাদ পড়াটা বেশ আশ্চর্যের। অবশ্য সিরিজ জিতে যাওয়ায় হয়ত কিউয়িরা ঝুঁকি নিল না।
