আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন। জসপ্রীত বুমরা বল হাতে জ্বলে উঠেছেন। তাই আওয়াজ উঠে গেছে, গোটা সিরিজেই বুমরাকে নেতৃত্বে রাখা হোক। কিন্তু বুমরা সে কথা মানতে রাজি নন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন রোহিত। 


অ্যাডিলেডে দিন রাতের টেস্টেই দলে ফিরছেন রোহিত। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিতকে প্রশংসায় ভরিয়ে দেন বুমরা। বলে দেন, ‘‌বাকি সিরিজে রোহিতই থাকবে অধিনায়ক। ওই আমাদের অধিনায়ক। অতীতে দারুণ কাজ করেছে। আমি শুধু রোহিতের শূন্যস্থান পূরণ করেছি মাত্র। রোহিত যখন ভারতে ছিল, তখনও কথা হয়েছে। পরিকল্পনা সাজিয়েছি সেভাবেই। দলকে নেতৃত্ব দেওয়ার চেয়েও বড় হল রোহিতের অভাবটা পূরণ করা। সেটাই করার চেষ্টা করেছি।’‌ 


দলের পারফরম্যান্সে খুশি বুমরা। ক্রিকেটারদের কৃতিত্ব দিয়ে বুমরা বলেছেন, ‘‌অধিনায়ক হিসেবে দ্বিতীয় ম্যাচ খেললাম। গর্বিত। বার্মিংহামে এর আগে প্রথম ইনিংসে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। পারথ টেস্ট জয় সেটাই প্রমাণ করল।’‌


এটা ঘটনা পারথে ভারত মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছিল। তারপর অস্ট্রেলিয়াকে থামিয়ে দেয় ১০৪ রানে। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং ভারতীয় ব্যাটারদের। শতরান আসে যশস্বী ও বিরাটের ব্যাট থেকে। পাহাড়প্রমাণ লক্ষ্যের সামনে ভেঙে পড়ে অসি ব্যাটিং।