আজকাল ওয়েবডেস্ক:‌ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে বুঝে বুঝে ইংল্যান্ড সিরিজে ব্যবহার করবে টিম ইন্ডিয়া। এমনটাই জানা গিয়েছিল। গম্ভীরও জানিয়েছিলেন, বুমরাকে তিনটি টেস্ট খেলানো হবে। কিন্তু কোন তিনটি?‌ তা বলা হয়নি। তবে বলা হয়েছিল সিরিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
হেডিংলে টেস্ট হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ২ জুলাই থেকে শুরু হবে এজবাস্টন টেস্ট। সোমবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বুমরাকে।


এর ফলে স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্টে শুভমানরা পাবেন বুমরাকে। দ্বিতীয় টেস্টে তাঁর খেলার নিশ্চয়তা ছিল না। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার কথা তাঁকে। তবে সোমবার গৌতম গম্ভীরের সহকারী রায়ান টেন ডশকাটে জানিয়েছেন, বার্মিংহ্যাম টেস্টে খেলবেন বুমরা।


প্রসঙ্গত, হেডিংলে টেস্টে ৪৩.৪ ওভার বল করতে হয়েছিল ৩১ বছরের জোরে বোলারকে। ফলে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সতীর্থদের সঙ্গে অনুশীলনে গেলেও শুক্রবার বোলিং করেননি নেটে। ফলে তাঁর খেলা ঘিরে জল্পনা আরও তীব্র হয়। সোমবার ডশকাটে বলেছেন, ‘‌দ্বিতীয় টেস্টে বুমরাকে পাওয়া যাবে। আমরা সকলেই জানতাম পাঁচটি টেস্টের তিনটি খেলবে ও। তবে প্রথম টেস্টের পর আট দিন বিশ্রাম পাওয়ায় সমস্যা হবে না। দ্বিতীয় টেস্টে খেলতে পারবে বুমরা। আমাদের দেখতে হবে, ওর উপর যাতে কোনওভাবেই অতিরিক্ত চাপ না পড়ে। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। আমাদের আরও চারটি টেস্ট রয়েছে। দেখা যাক কতগুলোয় বুমরাকে পাওয়া যায়।’ এদিকে, দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে নীতীশ কুমার রেড্ডি থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন ডশকাটে।


তবে বুমরাকে নিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরলেও ফিল্ডিং ঘিরে অস্বস্তি রয়েছে এখনও। সোমবারের অনুশীলনে বিভিন্ন রকম ক্যাচ ধরার অনুশীলনের উপর আলাদা গুরুত্ব দেওয়া হয়। ফিল্ডিং কোচ টি দিলীপ বেশ কিছুক্ষণ অনুশীলন করান গোটা দলকে। স্লিপে ক্যাচ ধরার অনুশীলনও হয়। যশস্বী জয়েসওয়ালকে সেই অনুশীলনে দেখা যায়নি। অধিনায়ক শুভমান ছাড়াও স্লিপে ছিলেন লোকেশ রাহুল এবং করুণ নায়ার। কালো কাপড় ব্যবহার করে বিশেষ ধরনের অনুশীলনও করান দিলীপ।