আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইন অধিকৃত গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালানোর জেরে ইজরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বাইডেন বলেন, ‘‌গাজায় নির্বিচারে হামলার জেরে ইজরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।’‌  এরপরই বাইডেন যোগ করেন,  ‘‌ইজরায়েলের নিরাপত্তা আমেরিকার ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে দেশটিতে আমেরিকার চেয়ে বেশি নিরাপত্তা আছে। তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, বিশ্বের বেশিরভাগ দেশই রয়েছে।’‌  তাঁর দাবি, ‘‌কিন্তু নির্বিচারে বোমা হামলার জেরে ইজরায়েল সেই সমর্থন হারাতে শুরু করেছে।’‌ প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আরও বলেন, ‘‌হামাসকে মোকাবিলা করার প্রয়োজনীয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। সেই অধিকারও ইজরায়েলের রয়েছে।’‌ প্রসঙ্গত,  গত ৭ অক্টোবর ইজরায়েলে নজিরবিহীন হামলা চালায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। 



‌‌