আজকাল ওয়েবডেস্ক: পারমাণবিক ঘাঁটিগুলিতে আমেরিকার বোমা হামলার প্রতিশোধ নিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করতে পারে ইরান। এর ফলে এই অঞ্চলে সামরিক সংঘাত আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ট্রাম্প প্রশাসন আরও সংঘাত রোধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্তা রয়টার্সকে জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে আগামী এক বা দুই দিনের মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে।
পারমাণবিক পরিকাঠামো সহ একাধিক লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলার পর তেহরান আত্মরক্ষার বার্তা দিয়েছে। এ বার ইরান যদি পাল্টা প্রত্যাঘাত করে তার ফলে দুই পক্ষের মধ্যে সামরিক সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন, তিনি সতর্ক করেছেন যে ইরানের যে কোনও প্রতিশোধের জবাব আরও শক্তিশালী আক্রমণের মাধ্যমে দেওয়া হবে।
ইরানের আক্রমণের প্রস্তুতি হিসেবে, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী এই অঞ্চলে তার জওয়ানদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। যার মধ্যে ইরাক ও সিরিয়ায় অবস্থানরত সেনারাও রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার প্রায় ৪০ হাজার সৈন্য রয়েছে। যাদের অনেকেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ-সহ উচ্চমূল্যের সম্পদ পরিচালনা করে। ইরানের হামলায় এগুলি সবই ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও, তেহরান এখনও পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করা বা হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করা থেকে বিরত রয়েছে।
