আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হার মাদ্রিদের ক্লাবের। অ্যানফিল্ডে জয় এবারও থাকল অধরা। লিভারপুল জিতল ১–০ গোলে। অন্যদিকে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেল পিএসজি। খেলার ফল বায়ার্নের পক্ষে ২–১।
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ৬১ মিনিটের গোলে জিতল লিভারপুল। তবে গোটা ম্যাচে কিন্তু লিভারপুলেরই প্রাধান্য ছিল। তাই জয়ের ব্যবধান বাড়তেই পারত। রিয়ালের লজ্জা বাঁচান গোলকিপার থিবো কুর্তোয়া। নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন তিনি। শুধু ম্যাক অ্যালিস্টারের বেলায় কিছু করার ছিল না তাঁর।
আক্রমণের পাশাপাশি ভাল খেলেছে লিভারপুল রক্ষণও। কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রকে দাঁত ফোটাতে দেয়নি তারা। ভিনিসিয়াসকে বোতলবন্দি করে রেখেছিলেন কোনর ব্র্যাডলি। আট বছর লিভারপুলে খেলার পর প্রথম বার তাদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ বিদ্রুপ শুনতে হয়েছে তাঁকে।
অন্য ম্যাচে প্যারিসে গিয়ে বায়ার্ন দু’গোলে এগিয়ে গিয়েছিল আধ ঘণ্টার মধ্যেই। জোড়া গোল করেন লুইস দিয়াজ। তবে বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবু প্যারিস জিততে পারেনি বায়ার্নের রক্ষণ মজবুত থাকার কারণে। জোয়াও নেভেস একটি গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
অন্য ম্যাচের মধ্যে টটেনহ্যাম ৪–০ হারিয়েছে কোপেনহেগেনকে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩–১ হারিয়েছে ইউনিয়ন সাঁ জিলোয়াঁকে। অলিম্পিয়াকোস–পিএসভি এবং জুভেন্টাস–স্পোর্টিং ম্যাচ ১–১ হয়েছে। আর্সেনাল ৩–০ হারিয়েছে স্লাভিয়া প্রাহাকে।
এদিকে, জিতে লিগ তালিকায় সবার উপরে চলে গিয়েছে বায়ার্ন। চার ম্যাচের সবকটি জিতে বায়ার্নের পয়েন্ট ১২। আর্সেনালেরও ১২ পয়েন্ট। তবে গোলপার্থক্যে তারা দ্বিতীয় স্থানে। এরপর রয়েছে পিএসজি, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ।
