‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজায় যুদ্ধবিরতি বাড়ল আরও দু’‌দিন। প্রসঙ্গত,  গাজায় চার দিনের যুদ্ধবিরতি সোমবার শেষ হয়েছে। এরপর আরও দু’‌দিন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতার বিবৃতি দিয়ে তা জানিয়েছে। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল–আনসারি বলেছেন, গাজা উপত্যকায় অতিরিক্ত দু’‌দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে। ইজরায়েল অবশ্য আগেই জানিয়েছিল, হামাসের কাছে পণবন্দি থাকাদের মুক্তির জন্য তারা যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি।  এদিকে, গত চার দিনের যুদ্ধবিরতিতে ৫০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। আবার ইজরায়েলের কারাগার থেকে ১৫০ জন প্যালেস্তাইনি মহিলা ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছে।  যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা চালানো হবে বলে জানিয়েছে ইজরায়েল।